আমরা সবাই অনেক সচেতন এবং প্রযুক্তি প্রেমী। সবাই কম বেশি অনলাইনে আয় নিয়ে ঘাটাঘাটি করি ।আমার চেয়েও অনেকে আছেন যারা অনেক ভাল জানেন ,বুঝেন তারপর ও যারা একে বারে নতুন তাদের জন্য এই পোষ্ট। অনলাইনে ইনকাম করতে হলে সবার প্রথমে যা করতে হবে তা হলো আপনার ইনকামের , পরিশ্রমের টাকাটা সহজ উপায়ে আপনার একটি একাউন্টে জমা করা।অনলাইনে আয়ের জন্য বিভিন্ন প্রতিষ্টান বিভিন্ন ভাবে পেমেন্ট দিয়ে থাকে। প্রায় সব প্রতিষ্টানই পে-পাল, এলাটপে (পিয়াজা), পাইওনিয়ার, ওয়েস্টান ইউনিয়ন, চেক ইত্যাদির মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পেপাল এখনও আমাদের দেশে সাপোট করে না এর জন্য বিভিন্ন জটিল পদ্ধতির মাধ্যমে একাউন্ট ভেরিফাই করতে হয়।এর জন্য পিয়াজা এর বিকল্প হিসাবে এখন অনেক জনপ্রিও হয়ে উটছে দিন দিন। পিয়াজাতে আপনি ফ্রী সাইন আপ করে নিতে পারে ন খুব সহজে এবং এর জন্য আপনার ইমেইল আইডি লাগবে । ফ্রী সাইন আপ এর পর আপনার একাউন্ট ভেরিফাই করতে হবে। সাইন আপ করুন এখান থেকে
ভেরিফাই এর জন্য আপনার পিয়াজা একাউন্টে সাইন আপ করেন এর পর মেইন মেনু খেকে > একাউন্ট ভেরিফিকেশান আপশনে ক্লিক করেন> পরে ভেরিফিকেশা অপশনে যান
নিচের দুটি অপশন দেখতে পাবেন Option A - Complete the following procedure(Document Varification) . এটা হল আপনার Document ভেরিফিকেশান। এটাতে আপনাকে আপনার একটা ব্যংক একাউন্টের ৩-৬ মাসের একটা স্টেইটমেন্ট স্কেন কপি আথবা পিডিএফ ফরমেট করে এটাচ করতে হবে একটা কথা মনে বাখতে হবে আপনার পিয়াজা একাউন্ট এর ঠিকানা এবং ব্যংক একাউন্টের ঠিকানা একই হতে হবে। যদি ভিন্ন থাকে তাহলে ভিরিফাই ডিকলায়েন করে দেয় কতৃপক্ষ। এবং Option B - Complete the following procedure (Photo Id Verification) . এটা হল আপনার আডি কার্ড বা পাস্পোর্টের স্কেন কপি এটাচ করতে হবে একটা । এই পক্রিয়া শেষ হওয়ার ২-৩ দিন কার্যদিবসের মাঝে পিয়াজা কতৃপক্ষ একাইন্ট ভেরিফাই করে দিবে। আপনার একাউনাট এর ভেরিফিকেশা অপশনে গেলে নিচের মত দেখতে পাবেন।
Option A - Complete the following procedure
Document Validation Completed
Option B - Complete the following procedure
Photo ID Validation
বেশ আপনার কাজ শেষ এখন আপনার কষ্টের টাকা নিশ্চিন্তে বঝেনিন আপনার পিয়াজা একাউন্টে। এবং আপনি চাইলে একটা ডেভিড কার্ডও নিয়ে নিতে পারেন তাহলে দেরি না করে এখন ই একাউন্টটি করে নিন। সাইন আপ করুন এখান থেকে ধন্যবাদ সবাইকে পেআষ্টটি পড়ার জন্য ভাল থাকবেন সবাই।