Warung Bebas

Tuesday, October 23, 2012

আপনার ব্লগে যুক্ত করুন একটি লাইভ ট্রাফিক রের্কডার (নতুন ব্লগারদের জন্য)


বন্ধুরা আশাকরি সবাই ভাল আছেন । আজকে  ব্লগ পেজের একটা টুল এর ব্যবহার এবং উপকারীতা  আপনাদের সাথে শেয়ার করব।এই প্লাগইনটি সম্পকে অনেকেই ভাল জানেন তারপরও যারা ব্লগিংযে একেবারে নতুন তাদের জন্য এই পোষ্ট আশাকরি কাজে আসবে। এবার মুল পোষ্ট আসা যাক টুলসটির নাম হল  Feedjit live traffic feed. Feedjit এর মাধ্যমে আপনি আপনার ব্লগে কে, কখন. কোন দেশ থেকে ব্লগে ঢুকর তা সাথে সাথে স্কোর কার্ডে দেখাবে।পৃথিবীর প্রায় পাঁচ লক্ষ সাইপ মালিকরা এই টুল এর  ব্যবহার করে থাকেন। এই টুল এর সবচেয়ে বড় সুবিধা হল এটা রিয়েল টাইম লাইভ ট্রাফিক এর উপন্থাপনা করে থাকে।

ব্লগার.কম এর ব্লগ  মেকারদের জন্য Feedjit Live Traffic Instalation:

 এবার এখান থেকে [SIGN UP & GET UR FEEDJIT LIVE SCORE CARD] ফ্রী সাইন আপ করে নিন এবং নিচের স্কিনশর্ট গুলো ভাল করে লক্ষ করুন আপনার ব্লগে কিভাবে এই টুলসটি এ্যাড করবেন।সাইন আপ করার পর দেখবেন একটা উইন্ডোস এ লেখা আসবে Get your Live Traffic feed in 30 second  নিচের লাল মার্ক করা Get your traffic feed এ ক্লিক করুন।



Know when your friends and clients visit you.
Over 500,000 site owners use Feedjit to see who's visiting in real-time.

এবার আমরা যারা ব্লগ.কম এ কাজ করি তাদের যা করতে হবে ; নিচের স্কিন শর্টটি দেখুন এবং লাল মাক করা Install Feedjit on my blog এর পাশে  Go! তে ক্লিক করেন;


আরও একটি উইন্ডোজ আসবে এবার একইভাবে লাল মার্ক করা Click to open a new windows and install on Blogger এ ক্লিক করেন এবং আরও একটি   উইন্ডোজ আসবে,


এবার শেষ স্টেপ নিচের স্কন শর্টটি দেখুন এবং লাল মাক করা  widget যুক্ত করেন এ ক্লিক করেন বেশ আপনার কাজ শেষ অটেআমেটিক আপনার ব্লগে দেখবেন widget যুক্ত হয়ে গেছে। একা কথা মনে রাখবেন এর আগে আপনি আপনার ব্লগটিতে সাইন ইন করে রাখবেন ।

ওয়ার্ডপ্রেস.কম এর ব্লগ  মেকারদের জন্য Feedjit Live Traffic Instalation:

 ওয়ার্ডপ্রেস পেজ এডমিন দের জন্য খুব সহজে   Feedjit live traffic feed ইন্সটল করা। লক্ষ্য করুন আপনার ডেসবোর্ডের প্লাগিন বাটনে ক্লিক করে Install Plugins  এ ক্লিক করুন এবার নিজের মত একটা পেজ আসবে।

এবার  নিচের স্কন শর্টটি দেখুন  লাল মাক করা  Search এ Feedjit লিখে সার্চ দিন,

দুটো সাচ রিজাল্ট আসবে।Feedjit Widget এবং Wordfence Security আপনি  লাল মাক দেখানে Feedjit Widget এর Installed বার্টনে ক্লিক করেন । আপনার কাজ শেষ। এবার  আপনার  ডেসবোর্ডে  এর Widget এ গিয়ে আপনার পেজের  পছন্দ মত জায়গায় সেট করে নিন।

এবার উপভোগ করুন লাইভ ট্রাফিক । SIGN UP & GET UR FEEDJIT LIVE SCORE CARD.   ধন্যবাদ সবাইকে পেআষ্টটি পড়ার জন্য ভাল থাকবেন সবাই।

আমার ওয়াডপ্রেস ব্লগ

0 comments em “আপনার ব্লগে যুক্ত করুন একটি লাইভ ট্রাফিক রের্কডার (নতুন ব্লগারদের জন্য)”

Post a Comment